শহরের মিজান পাড়া ফজল মাস্টার লেন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের বাসার সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সদস্য জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান মামুন, দাগনভূঞাঁ উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাত ও সাবেক ছাত্রদল নেতা কাজী আবুল হাসান সোহাগ।
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের দাবি করেন, দু’দিন আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের চাচা জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খলিলুর রহমানের মৃত্যু হয়। বিএনপি নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ওখানে যায়। পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে।
বিএনপির শনিবার (২০ জুলাই) বিভাগীয় সম্মেলনকে ঘিরে পুলিশ গ্রেফতার অভিযান চালাচ্ছে দাবি করে তিনি প্রতিবাদ জানান।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কয়েকজনের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বাকিদের নামেও মামলা রয়েছে। তারা বর্তমানে থানা হাজতে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসএইচডি/জেআইএম