শনিবার (২০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহটি ফরিদপুরের কানাইপুরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনটি