মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনের আউটারে কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে বেশ কিছু সময় সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বাংলানিউজকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস কুলাউড়া স্টেশনের আউটারে আসামাত্র এর একটি বগি লাইনচ্যুত হয়।
পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি ট্রেন থেকে সরিয়ে নেয়।
দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।