শনিবার (২০ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি বাড়ার কারণে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরেই যমুনার পানি আরিচা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে নদীর পাড় ভাঙতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনটি