শনিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। নিরঞ্জন নরসিংদী জেলার গোরাদিয়া গ্রামের ঝন্টু দাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাসপোর্টধারী এক যাত্রী বিপুল পরিমাণ ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তাকে আটক করে তার ল্যাগেজ ও শরীর তল্লাশি করে ভারতীয় ৫ লাখ ২৪ হাজার রুপি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৪৯-বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আসামিকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরএ