শনিবার (২০ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সহায়তার কোনো অভাব নেই।
সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, বন্যা পরবর্তীকালে পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারিভাবে রাখা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।
বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসআরএস