শনিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। সুজন ওই গ্রামের আমানের ছেলে।
জানা গেছে, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুজনকে। পরে অনেক খোঁজাখুজির পর দুপুরে বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরবি/