ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

১৩ দিনে দিনাজপুরে সাড়ে ৪০০ মি. মি. বৃষ্টিপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
১৩ দিনে দিনাজপুরে সাড়ে ৪০০ মি. মি. বৃষ্টিপাত

দিনাজপুর: আগামী ২২ জুলাই থেকে দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এছাড়াও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, ৭ জুলাই থেকে শনিবার (২০ জুলাই) পর্যন্ত দিনাজপুরে ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন দিনাজপুরের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২২ জুলাই থেকে দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।