শনিবার (২০ জুলাই) সকালে টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ফালু আশুলিয়ার ঘোষবাগ এলাকার মৃত আজমত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বেড়িবাঁধ এলাকার মোহাম্মদ আলী ফালুর মালিকানাধীন একটি ট্রাকের চাকা বালুতে দেবে যায়। খবর পেয়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করেন। তখন পেছন থেকে আরেকটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বলেন, এ রকম কোনো তথ্য পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনটি