শনিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার রসুলপুর বাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে গালা ইউনিয়নের চরগালা, রসুলপুর, পাটচর গ্রামের আট শতাধিক নারী ও পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জতি কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।
এর আগে শনিবার সকাল ১১টায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মিলিত হন। পরে তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভাঙন কবলিত ভূঞাপুর উপজেলার টেপিবাড়িতে সেনাবাহিনীর ভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন এবং বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরএ