ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নানা অভিযোগে বৈলর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
নানা অভিযোগে বৈলর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহ: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকেলে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গালিব খান।  

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিয়মের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জমি লিজ দিয়ে নিজে সুবিধা আদায়, ইউপি সদস্য মুঞ্জুরুল হক মিলনকে বিনা কারণে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করা এবং পরিষদ সচিবের সঙ্গে অশালীন আচরণসহ ভয়ভীতি দেখিয়ে বদলি হতে বাধ্য করা, ৩ নম্বর ওয়ার্ডের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণ না করে ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।  

এর পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়নের ১২ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব উত্থাপিত হওয়ার পর বিষয়টি তদন্ত করে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে তার দোষ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয় বলে জানান ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গালিব খান।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।