শনিবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। সাইফুল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামের তুলা মিয়ার কনিষ্ট ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বন্ধুদের সঙ্গে বেড়াতে সাদা পাথর পর্যটন এলাকায় যান সাইফুল। সেখানে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে সাঁতার কাটতে নামলে স্রোতের তোড়ে তিনি ডুবে যান। পরে তার বন্ধুরা স্থানীদের সহায়তায় কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
গত ৭ জুলাই একই স্থানে পানিতে সাঁতার কাটতে নেমে স্রোতের তোড়ে ভেসে যান সিলেটের লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। পরে নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ ভেসে ওঠে।
বাংলাদেশ সময়: ১৯০০ জুলাই ২০, ২০১৯
এনইউ/আরআইএস/