শনিবার (২০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আরিফ রাজশাহীর পবা থানার গোবিন্দপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী বাংলানিউজকে জানান, পেঁয়াজ বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া এলাকায় পৌঁছালে বিকল হয়ে যায়। এ সময় সড়কের ট্রাকটি রেখে হাড্রোলিক জ্যাক দিয়ে উচু করে মেরামত করছিল চালক আরিফ। এক পর্যায়ে ট্রাকটি হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কাউসার।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরএস/আরআইএস/