শনিবার (২০ জুলাই) সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার গেট এলাকা থেকে অভিযান শুরু হয়ে বিকেলে নগরের আম্বরখানা হয়ে সুবিদবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় সড়কের দু’পাশে অবৈধভাবে স্থাপিত শতাধিক ছোট-বড় বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার, ফেস্টুন অপসারণ করেন সিটি করপোরেশনের রাজস্ব শাখার সদস্যরা। অভিযান শেষে সেগুলো ট্রাকে করে নগর ভবনে নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মানুষের চলাচলে বাধা সৃষ্টিকারী অবৈধ বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট নির্মাণে অভিযান চলবে বলে জানান তিনি।
এসময় সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ছাড়াও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনইউ/একে