কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন বাংলানিউজকে বলেন, আইসিসি প্রতিনিধিরা উখিয়া ময়নারঘোনা ১৭ নম্বর ক্যাম্পসহ আশপাশের কয়েকটি জায়গা গাড়িতে ঘুরে দেখেছেন। এসময় তারা রোহিঙ্গাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি, বৈঠকও করেননি।
উখিয়ার ক্যাম্প-১৭’র ইনচার্জ মো. ওবায়দুল্লাহ বাংলানিউজকে জানান, আমাদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি, শুধুই সৌজন্যতা। রোহিঙ্গাদের সঙ্গেও তারা কথা বলেননি। মনে হয়েছে, শুধু ক্যাম্প পরিদর্শনের জন্যই তারা এখানে এসেছেন।
সেখান থেকে বের প্রতিনিধিরা আরও কয়েকটি ক্যাম্পে গেছেন বলে জানান তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো-ম্যানসল্যান্ড শরণার্থী শিবিরের নেতা দিল মোহাম্মদ বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে দলটি এখানে আসে। তারা ১৫ মিনিট ছিলেন। আমরা কেন মিয়ানমার থেকে বাংলাদেশে চলে এসেছি, তা জানতে চেয়েছেন। বলেছি, সেখানে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে না পেরে এখানে আশ্রয় নিয়েছি।
জানা গেছে, আইসিসির এ প্রতিনিধি দলটি শুক্রবার (১৯ জুলাই) বিকেলে কক্সবাজারে পৌঁছালেও তারা কতদিন থাকবেন, কোথায় কোথায় সফর করবেন, এ বিষয়ে অন্ধকারেই রাখা হয়েছে গণমাধ্যমকর্মীদের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ, ইন্টার সেক্টর কো অর্ডিনেশন গ্রুপসহ (আইএসসিজি) সরকারি-বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকেও বিস্তারিত জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসবি/একে