শনিবার (২০ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
মানবাধিকার কমিশনের সাবেক এ প্রধান বলেন, প্রিয়া সাহা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি বিদেশে গিয়ে দেশবিরোধী মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
কাজী রিয়াজুল হক আরও বলেন, তিনি কেন এ ধরনের মন্তব্য করেছেন, কার স্বার্থে করেছেন এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি কিভাবে সেখানে গেলেন, এ বিষয়টিও খতিয়ে দেখা দরকার।
একইসঙ্গে প্রিয়া সাহা যে সংগঠনের নেত্রী, সেই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের পক্ষ থেকেও বিবৃতি আশা করছেন বলে জানান কাজী রিয়াজুল।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসএমএকে/এইচএ/