শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিগেন বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কী থেকে আগুনের সূত্রপাত, তা-ও জানা যায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমএমআই/টিএ