ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে ধলাই নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
সিলেটে ধলাই নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে নিখোঁজ হওয়ার সাত পর হেলাল মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) রাতে মরদেহ উদ্ধার করা হয়। হেলাল উপজেলার রাজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই মধ্যরাতে নৌকা নিয়ে সীমান্ত এলাকায় পাথর উত্তোলন করতে যান আট থেকে ১০ জন শ্রমিক। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের ধাওয়া করলে নৌকা থেকে ধলাই নদে ঝাপ দিয়ে পালানোর সময় হেলাল নিখোঁজ হন। পরদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার সাতদিন পর তার মরদেহ ধলাই নদে ভেসে ওঠে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, হেলালের ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।