ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১৫ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল-বরগুনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকুরে পড়ে গেলে এতে থাকা কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ-নিয়ামতি সড়কের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কয়েকজন জানান, শুরু থেকেই চালক বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল।

দুর্ঘটনাস্থ‌লে মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, বিস‌মিল্লাহ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস‌টি বরিশাল-বরগুনা রু‌টে চলাচল ক‌রে। বাস‌টি ব‌রিশাল থে‌কে সু‌বিদখালী যাওয়ার প‌থে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকুরে পড়ে গেলে ১৫ জ‌নের ম‌তো যাত্রী আহত হয়। ত‌বে কেউ নিহত হন‌নি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।