রোববার (২১ জুলাই) রাত ১০টার দিকে নগরের ১০ নম্বর ওয়ার্ডের বান্দরোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অর্পিতা বিশ্বাস ওই এলাকার ব্যবসায়ী দিলিপ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, পড়াশোনা নিয়ে অভিভাবকরা বকা দেওয়ায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
অর্পিতার বাবা দিলিপ বিশ্বাস বাংলানিউজকে জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তবে অর্পিতা গলায় ফাঁস দেওয়ার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএস/এসএ