সোমবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট বাড়ির সামনে খেলা করছিলো আলিফ। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও এলাকাবাসী আশপাশের বাড়িঘর ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নিচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে এলাকাবাসী বস্তাবন্দি অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে।
শিশু আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
জেডএস