সোমবার (২২ জুলাই) তিনি এ ভবন পরিদর্শন করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নাজিবুর রহমান হাইকমিশনারকে স্বাগত জানান।
রীভা গাঙ্গুলি পুলিশ একাডেমিতে ভারত সরকারের অর্থায়নে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন পরিদর্শন করেন। এ ভবনে একাডেমির সাইবার অপরাধ ও তথ্য-প্রযুক্তিগত প্রশিক্ষণ সুবিধা রয়েছে। ২০১৮ সালের জুলাই মাসে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবনটি উদ্বোধন করেন।
পুলিশ একাডেসি পরিদর্শনকালে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং ঢাকার ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনস্যুলার) বিশাল জ্যোতি দাস।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
টিআর/এএ