সোমবার (২২ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকা থেকে পলিথিন ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আল আমীন মীর ভোগড়া এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।
এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাক চালক জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করেন বলেও জানান আশরাফ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
আরএস/ওএইচ/