রোববার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির বেলেকো নামক স্থানে তিনি মারা যান। আতিকুল নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা।
সোমবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে ২১ জুলাই স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টায় বেলেকো নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আতিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বোয়ার এ অবস্থিত লেভেল-১ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সময় পৌনে ১টার (আনুমানিক) দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
টিএম/ওএইচ/