সোমবার (২২ জুলাই) এ মামলাটি দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. মুজিবুর রহমান বাদী হয়ে সোমবার দুপুরে দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
বিবরণীতে দেখা যায়, জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকা অর্জন এবং এর উৎস গোপন ও ছদ্মাবরণের লক্ষ্যে স্থানান্তর এবং লেয়ারিংয়ের অপরাধের দায়ে মো. আবদুস সালাম ও ডাক্তার রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা মোতাবেক মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএমএকে/এএ