সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর দুপুরে শ্রীনগর থানায় নিহত শাহেদ আলীর জামাতা সেলিম হোসেন বাপ্পি বাদী হয়ে জাহিদ হাসানকে আসামি করে মামলা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, নিহত শাহেদ আলীর জামাতা সেলিম হোসেন বাপ্পি বাদী হয়ে জাহিদ হাসানকে আসামি করে হত্যা মামলা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে।
জাহিদ হাসানের মা সাজেদা বেগম বাংলানিউজকে জানান, মৃত শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। বেশ কয়েক বছর ধরে জাহিদ হাসান মানসিক ভারসম্যহীন অবস্থায় আছেন। চিকিৎসার জন্য তিনি পাবনার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে জাহিদ হঠাৎ করে পেছন থেকে বটি দিয়ে তার বাবার গলায় আঘাত করেন। এতে শাহেদ আলী ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এনটি