ইয়াছিন চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজষপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
সোমবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী-পরশুরাম সড়কের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মাহাবুব বাংলানিউজকে জানান, নিহত ইয়াছিন তার মেয়ে জামাই। সে মোটরসাইকেলে করে পরশুরাম থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফেনী-পরশুরাম সড়কের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, বাসচাপায় একজন নিহত হওয়ার কথা শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএইচডি/ওএইচ/