সোমবার (২২ জুলাই) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফসার ঢাকার কামরাঙ্গীরচর থানার চাদ মর্জিগলি এলাকার আয়ুব আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, আফসার কামরাঙ্গীরচর থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৬ সালের ২৩ জুলাই থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর ৩২৪০/এ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
আরএস/আরবি/