সোমবার (২২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদরের মালিরপাথর ও গোসাইবাগ এলাকার দু’টি কারেন্ট জাল ফ্যাক্টরি এবং চারটি গোডাউনে এ অভিযান চালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বাংলানিউজকে জানান, দু’টি অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরি ও চারটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এসব কারেন্ট জাল ফ্যাক্টরি ও গোডাউনের কোনো নাম নেই। দীর্ঘদিন ধরে গোপনে এসব ফ্যাক্টরি চালিয়ে আসছিল। ধলেশ্বরী নদীর তীরে এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হবে।
কোস্টগার্ড, জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএইচ