সোমবার (২২ জুলাই) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রাম মাঠের পুকুর পাড়ে একটি নিমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
জাহাঙ্গীর ওই ইউনিয়নের বড়লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুস ছালাম মাতুব্বরের ছেলে।
জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন। তার দু’টি কন্যা সন্তান রয়েছে। সন্তানেরা তাদের নানার বাড়িতে থাকে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সকালে জালালপুর বনগ্রাম মাঠে কৃষকরা পাট কাটতে গিয়ে পুকুর পাড়ে নিমগাছের সঙ্গে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএইচ