সোমবার (২২ জুলাই) সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উটকাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে রেহানা আক্তারের সঙ্গে ১২/১৩ বছর আগে এলাহাবাদ ইউনিয়নের (পূর্ব উটকাড়া) গ্রামের মৃত আমির আলীর ছেলে খোরশেদের বিয়ে হয়।
এরই জের ধরে রোববার (২১ জুলাই) রাতে রেহানাকে শ্বাসরোধে হত্যার পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় খোরশেদ। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন।
এসময় হাসপাতালে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা খোরশেদকে আটক করা পুলিশকে খবর দেয়। এরপর সোমবার ১১টায় দেবিদ্বার থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদর্ন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায় এবং খোরশেদকে আটক করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বাংলানিউজকে জানান,
রেহানা আক্তারের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদর্ন্তের জন্য কুমেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এ বিষয় বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ওএইচ/