ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
সিলেটে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খালিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চান্দাই গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ ওই গ্রামের করিম উল্লাহর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।