ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ছেলেধরা সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ছেলেধরা সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (২২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের বাবুরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- শহরের বাবুরাইল এলাকার মোস্তফার ছেলে আলামিন (১৬), দেওভোগ ব্যাপারীপাড়া এলাকার মোস্তফার ছেলে আবু হানিদ (১৫) ও একই এলাকার নাঈমের ছেলে আলিফ (১১)।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বাংলানিউজকে জানান, শহরের বাবুরাইল এলাকায় ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিচ্ছেন এলাকাবাসী এমন সংবাদের ভিত্তিতে সেখানে ছুটে যায় পুলিশ। পরে গণপিটুনির হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।