সোমবার (২২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের বাবুরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- শহরের বাবুরাইল এলাকার মোস্তফার ছেলে আলামিন (১৬), দেওভোগ ব্যাপারীপাড়া এলাকার মোস্তফার ছেলে আবু হানিদ (১৫) ও একই এলাকার নাঈমের ছেলে আলিফ (১১)।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বাংলানিউজকে জানান, শহরের বাবুরাইল এলাকায় ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিচ্ছেন এলাকাবাসী এমন সংবাদের ভিত্তিতে সেখানে ছুটে যায় পুলিশ। পরে গণপিটুনির হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ওএইচ/