সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছায় বানভাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, প্রাকৃতিক যেকোনো দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে।
এ সময় কাজিপুর উপজেরা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন ও শুভগাছা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা প্রমুখ তার সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএমইউ