মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সকালে রুহুলের সঙ্গে তার ছেলে সাজুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় ঝগড়া থামানোর জন্য মা মাহিমা খাতুন এগিয়ে গেলে তার মাথায় আঘাত করে সাজু। এরই মধ্যে ধস্তাধস্তিতে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাজু ও সাজুর স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআরএস