আটক ব্যক্তিরা হচ্ছেন- উপজেলার নাগা চৌধুরীবাড়ী গ্রামের মৃত তরিকুল আলম সিদ্দিকির ছেলে মাইনুল হক হিটু (৩৭), নাগা গ্রামের সন্তোষ চন্দ্র মালুর ছেলে প্রভাত চন্দ্র মালু (১৯) একই গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান (৩২), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার (৪৭) ও আনোয়ার হোসেন খানের ছেলে ওমর (৩২) এবং পালিমা গ্রামের ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম (১৯)।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২১ জুলাই) ছেলেধরা সন্দেহে কালিহাতী উপজেলায় সয়া হাটে ভ্যানচালক মিনু মিয়াকে গণপিটুনি দেয় স্থানীয়রা। কিন্তু তিনি ছেলে ধরা ছিলেন না। মূলত তিনি হাটে মাছ ধরার জাল কিনতে গিয়েছিলেন। পরে এ ঘটনায় মিনুর ভাই রাজিব হোসেন সোমবার রাতে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ