মঙ্গলবার (২৩ জুলাই) সকালে চাকলাহাট এলাকার শিংরোড ভুজারিপাড়া সীমান্তের ৭৬৩/১৮ সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। জসিম প্রধানপাড়া শিংরোড এলাকার লুৎফর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, জসিম সকালে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে (রমেক) পাঠানো হয়।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ