ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের সোয়া ৩ লাখ মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের সোয়া ৩ লাখ মানুষ

সিরাজগঞ্জ: চলতি বন্যা ও নদীভাঙনে গত দেড় সপ্তাহে সিরাজগঞ্জের প্রায় সোয়া তিন লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৪৩৪ জন। আংশিক ক্ষতির শিকার হয়েছেন তিন লাখ ১৩ হাজার ১৭৭ জন। 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরের দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।  

প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ৪০০টি গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৮২ হাজার ২৮১টি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তিন হাজার ২৮৩টি ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৭৮ হাজার ৯৯৮টি। বন্যার পানিতে পড়ে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েন চারজন।  

ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির সংখ্যা মোট ৫০ হাজার ৩১৮টি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছয় হাজার ৫০৫টি ও আংশিক ৪৩ হাজার ৮১৩টি। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক রাস্তা, ব্রিজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান।  

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৫ হাজার ৯৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়েছে তিন হাজার ৪০০ হেক্টর জমির ধান, পাট ও শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল।
ছবি: বাংলানিউজ
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে হার্ডপয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫৯ মিটার (ডেঞ্জার লেভেল- ১৩ দশমিক ৩৫ মিটার)। আগামী ২৪ ঘণ্টায় পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহম্মেদ বাংলানিউজকে বলেন, যমুনার পানি কমলেও বিপদসীমার ওপরেই রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩৯৮ দশমিক ৩ টন জিআর চাল, পাঁচ লাখ নগদ টাকা ও তিন হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মজুদ রয়েছে আরও ৫০১ মেট্টিক টন জিআর চাল, আট লাখ টাকা ও সাড়ে ৭০০ প্যাকেট শুকনো খাবার। বানভাসিদের জন্য আশ্রয়কেন্দ্রে ১১৫টি তাবু সরবরাহ করা হয়েছে। মজুদ রয়েছে ৩৮৫টি।  

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ত্রাণেরও কোনো সংকট নেই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ