ত্রাণ হিসেবে প্রতিটি পানিবন্দি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবনসহ নিত্য প্রয়োজনীয় খাবার প্যাকেট দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্র সংসদের নেতা-কর্মীরা পানিবন্দি প্রতিটি বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করে।
শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসাইন মাদবর বাংলানিউজকে বলেন, শিবচরের চরাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। পানিতে তলিয়ে গেছে পুরো চরাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। ছাত্রলীগের পক্ষ থেকে সামর্থ অনুযায়ী বন্যার্তদের মধ্যে সাহায্য করা হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসাইন মাদবরসহ উপজেলা, কলেজ, পৌর ছাত্রলীগের সব নেতা-কর্মী।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআরএস