পরিস্থিতি দেখতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শন করেছেন।
এসময় তিনি জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মায় স্রোতের তীব্রতা বেড়েছে।
তিনি আরো বলেন, নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে বিআইডব্লিউটিএ সার্বক্ষণিক ঘাট তদারকি করছে। ঈদ সামনে থাকায় ১০-১২টি ড্রেজার খননকাজ চালিয়ে যাবে।
এ সময় বিআইডব্লিউটিএর ঘাটের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, বন্যার কারণে গত কয়েকদিন ধরে নদীতে তীব্র স্রোত থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছিল। ফলে ফেরি সংকটের কারণে ঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে স্রোতের তীব্রতা কিছুটা কমে আসায় মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিএর ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ