মঙ্গলবার (২৩ জুলাই) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশন এবং নন্দবালা টহলফাঁড়ির মাঝামাঝি সূর্যমুখি খাল এলাকায় অভিযান চালিয়ে নৌকা ও জালসহ তাদের আটক করা হয়।
এসময় আটক ব্যক্তিদের ব্যবহৃত নৌকা তল্লাশি করে দুই বোতল বিষ এবং সাত কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
আটকরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার ঝিউধরা এলাকার সিরাজ শেখের ছেলে নাজমুল শেখ (২৮) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ (২৭)।
চাঁদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিষ দিয়ে মাছ ধরছিল এমন সন্দেহে অভিযান চালিয়ে দু’জনকে আটক এবং তাদের ব্যবহৃত নৌকা ও জাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএইচ