সূত্র জানায়, আগামী ৭ আগস্ট দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৭ম বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। সে কারণে অমিত শাহ এই প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেশটির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন।
বৈঠকে দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতায় জোর দেওয়া হবে। একইভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সীমান্ত হত্যা, মাদক পাচার, সীমান্তে জাল টাকা পাচার ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে এ বৈঠকে। সীমান্ত হত্যা আগের চেয়ে কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যায় জোর দেওয়া হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীদের এটা নিয়মিত বৈঠক। গতবছর জুন মাসে স্বরাষ্ট্র পর্যায়ের ৬ষ্ঠ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
টিআর/এএ