মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, জেলার বাঞ্ছারামপুর উপজেলার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেটের জন্যে গেলে ফকরুল ইসলামের সহযোগিতায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (১ম) স্বাক্ষর ও সিল জাল করে একটি মিথ্যা সাকসেশন সার্টিফিকেট তৈরি করে মেহেদী হাসান।
এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ