মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক মোড়ল কালিগঞ্জ উপজেলার বন্দোকাটি গ্রামের মৃত শহীদ মোড়লের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার বেলা ১১টার দিকে পায়ে জালের রশি জড়িয়ে নদীতে তলিয়ে যান ফারুক হোসেন। তার সঙ্গীরা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসও চেষ্টা করে ব্যর্থ হয়।
মঙ্গলবার সকালে নীলডুমুর বিজিবি ক্যাম্প এলাকায় নদীতে ফারুকের মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ