মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, দুপুরে উপজেলার মঙ্গলবাড়ী এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করছিলেন দেলোয়ার হোসেন। ফিডার ৫/ই লাইনের ত্রুটিমুক্ত করার জন্য তিনি পোলে ওঠেন। এসময় ওই লাইনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মর্মে তিনি কোমরের বেল্ট না বেঁধে পোলে উঠলে বিদ্যুৎ সঞ্চালন তার পিঠে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল রির্পোট তৈরির পর আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ