মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
সাইফুল ভৈরবের কুলিয়ারচরের ওসমানপুরের নুরুল ইসলামের ছেলে।
নিহতের ফুফাতো বোনের জামাই মনির হোসেন বাংলানিউজকে জানান, সাইফুল যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে তার একটি কোচিং সেন্টার আছে। ওই কোচিংয়ের প্রচারণার জন্য দুপুরে ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২৪ জুলাই) তার ফতুল্লা পাইলট স্কুলে যোগদান করার কথা ছিল বলেও জানান মনির হোসেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ওএইচ/