মঙ্গলবার (২৩ জুলাই) দিনভর সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে রয়েছেন।
নাসিম বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীরা বাসভাসিদের দেখতে আসেননি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা-বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত যমুনার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ি ও নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন চর ঘুরে দেখেন এবং দুস্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাসিম। এ সময় দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।
ত্রাণ বিতরণকালে তার সঙ্গে ছিলেন- কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ