নিহতরা হলেন- ওই বাসের হেলপার মানিক মিয়া (৩৫) ও যাত্রী আসাদুজ্জামান (৩২)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা ভিটিপাড়া ভূতের বাজার এলাকার ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, ভাওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এসময় বাসটি শ্রীপুর উপজেলার ভিটিপাড়া ভূতের বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যক্ত একটি মার্কেটের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১০ থেকে ১২ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়া ও আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএস/ওএইচ/