মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহাদানীপুর গ্রামের রনজিৎ কুমার রায়ের স্ত্রী হিরা বালা (৩০) ও বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের মাধববাটী গ্রামের মজিদ আলীর ছেলে মোজাহার আলী (৩৫)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম ও বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হারেসুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ধানক্ষেত থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান হিরা বালা। এসময় তার দু’টি গরুও মারা যায়।
অপরদিকে ওসি এটিএম গোলাম রসুল জানান, সন্ধ্যায় সাড়ে ৬টায় বাড়ির পাশে আমন ধানের চারা তোলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মোজাহার আলী।
এ দুই ঘটনায় চিরিরবন্দর ও বিরল থানায় পৃথক ২টি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমআরএ/আরএ