মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মোহদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফা খাতুন মিরপুর পৌরসভার ভাঙ্গা বটতলা এলাকার আজিবার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, মিরপুর থেকে অটোরিকশায় করে শরিফা খাতুন আমলা এলাকায় তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি নসিমন অটোরিকশাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় নাসিমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ